Ad 728x90

Friday, December 5, 2025

কবুতর লালন পালন ও পরিচর্যা

কবুতর লালন পালন ও পরিচর্যা

 


ভূমিকা


অনাদিকাল থেকেই “শান্তির দূত” হিসেবে কবুতর ভারতবর্ষে তথা বাংলার সর্বত্র খ্যাত। কবুতর ‘কপোত’ নামেও পরিচিত। এ জন্য সব সময় বলা হয় “ভালোবাস কপোত কপোতীর মত” কারণ কবুতর অতি শান্তিপ্রিয়। অতি অল্প সময়ে কবুতর বংশ বিস্তার করে। প্রতি ১২ (বার) মাসে প্রায় তের জোড়া বাচ্চা প্রদান করে-যা অতি অল্প সময়ে সুস্বাদু ও পুষ্টিকর মাংসের উৎস হিসেবে মানুষের খাদ্য উপকরণের অন্তর্ভুক্ত হয়ে থাকে। হাঁস-মুরগির তুলনায় কবুতরের বাজার মূল্য বেশি এবং কবুতর পালন সর্বক্ষণই লাভজনক। পারিবারিক পর্যায়ে বসত বাড়ির ঘরের আশপাশে অনেকটা অপরিকল্পিত অবস্থায় শুধুমাত্র ছোট একটা খোপে খাদ্য-পানির সরবরাহের মাধ্যমে কবুতর লালিত পালিত হয়ে থাকে। সরিষা দানাসহ অন্যান্য শস্যকণা খেয়ে কবুতর বেঁচে থাকে । তুলনামূলকভাবে কবুতরের রোগবালাই অনেক কম। তবুও পারিবারিক পর্যায়ে কিংবা বৃহৎ পরিসরে বাণিজ্যিক পর্যায়ে লাভজনকভাবে কবুতর পালনের সার্বিক সুবিধার্থে প্রযুক্তিগত কিছু ধারনা দেয়ার প্রয়াসে “কবুতর পালন” শীর্ষক প্রশ্নোত্তর পর্বের উপস্থাপনা করা হলো:


সংশ্লিষ্ট তথ্য


১. এদেশে কখন কবুতর পালন শুরু হয়েছে?

• আদিম কাল হতে এদেশে কবুতর পালন শুরু হয়েছে।

২. আদিম কালে কি জন্য কবুতর পোষা হতো?

• দেব-দেবীকে সন্তুষ্ট করার জন্য কবুতর উৎসর্গ করা হতো। প্রত্র প্রেরণ, চিত্ত বিনোদন ও সুস্বাদু মাংস হিসাবে ব্যবহৃত হতো। শান্তির প্রতীক হিসাবে অনুষ্ঠানের শুভ উদ্ভোধনে কবুতর উড়ানো হয়। কবুতর আমাদের পুষ্টির চাহিদা মেটায় ও কর্মসংস্থান সৃষ্টি করে।

৩. কবুতরের লক্ষণীয় গুণাবলী কি?

• কবুতর নিরীহ, শান্ত এবং সহজেই পোষ মানে।

৪. কবুতর পালনের সুবিধা কি কি?

• অল্প স্থান ও কম খরচে কবুতর পালন করা যায়। কবুতর ছয় মাসে ডিম দেয়, বার মাসে তের জোড়া বাচ্চা দেয়, ১৮ দিনে বাচ্চা ফুটে, চার সপ্তাহে বাচ্চা খাওয়া যায়, বাচ্চা সুস্বাদু ও পুষ্টকর, খনিজ ও ভিটামিনসমৃদ্ধ, খাদ্য খরচ কম, রোগ-বালাই নেই ও কবুতর পরিবেশের ভারসাম্য রক্ষা করে।

৫. পৃথিবীতে কত জাতের কবুতর আছে?

• প্রায় ৬০০ জাতের কবুতর আছে।

৬. কি কি উদ্দ্যেশ্যে কবুতর পালা হয়?

• মাংস উৎপাদন ও বিনোদনের জন্য কবুতর পালা হয়।

৭. বাংলাদেশে কবুতরের জাতের নাম কি কি?

• জালালী, শিরাজী, গিরিবাজ, সোলা, লোটন, সিলভার কিং ও হোয়াইট কিং ইত্যাদি।

৮. কবুতরের ঘর কোথায় এবং কিসে তৈরি হয়?

• টিন বা খড়ের চালার ঘরের কার্নিশে মাটির হাড়ি বা টিন বেঁধে রেখে কবুতর পালা হয়। কাঠের তৈরি ছোট খোপ করে কবুতর পালা যায়।

৯. কবুতরের বংশ বিস্তার কি ধরণের?

• কয়েক জোড়া কবুতর থেকে অনেক জোড়া কবুতর হতে পারে।

১০. কবুতরের খামার কোথায় হওয়া দরকার?

• উঁচু, শুষ্ক ও সমতল জায়গায়।

১১. ঘরের উচ্চতা কি রকম হওয়া উচিত?

• বন্যপ্রাণী বা গৃহপালিত অন্যান্য প্রাণি যাতে আক্রমণ করতে না পারে তার জন্য বাঁশ বা খুঁটি দিয়ে উঁচু জায়গায় কবুতরের ঘর রাখতে হয়।

১২. ঘরের আয়তন কতটুকু হওয়া দরকার?

• প্রতি জোড়া কবুতরের ঘরের জন্য একটি খোপ আবশ্যক।

১৩. এক জোড়া কবুতরের ঘরের জন্য কতটুকু জায়গা দরকার?

• (৩০×৩০×৩০) সে.মি. হওয়া দরকার।

১৪. কবুতরের ঘরের ব্যবস্থাপনা কি রকম হওয়া দরকার?

• অনেকটা মুরগীর বাচ্চা বা কোয়েলের ঘরের ব্যবস্থাপনার অনুরূপ হতে পারে।

১৫. কবুতরের লক্ষণীয় বৈশিষ্ট্য্ কি কি?

• কবুতর জোড়ায় জোড়ায় আজীবন একসাথে বাস করে, স্ত্রী ও পুরুষ একসাথে ডিম থেকে বাচ্চা ফুটায় এবং দানা-পানি দিয়ে ১৮ দিনে ডিম থেকে বাচ্চা ফুটায়। স্ত্রী ও পুরুষ কবুতর উভয়েই মুখে একজাতীয় দুধ উৎপাদন করে বাচ্চাকে খাওয়ায়।

১৬. কতদিনে বাচ্চা পূর্ণতা পায়?

• কবুতরের বাচ্চা ২৬-২৮ দিনে পূর্ণতা পায়।

১৭. কবুতরের জীবনকাল কত বছর?

• প্রায় ১৫ বছর।

১৮. কবুতরের খাবার কি কি হতে পারে?

• দৈহিক বৃদ্ধি ও ডিম প্রদানের জন্য সব শস্য-কণা খাওয়ানো যায় তবে সরিষা কবুতরের খুব পছন্দনীয়।

১৯. প্রতিটি কবুতর প্রতিদিন কতটুকু খাবার খায়?

• প্রায় ৩৫-৬০ গ্রাম।

২০. কবুতরের খাদ্যের পুষ্টিমাণ কিরকম হওয়া দরকার?

• প্রায় ডিমপাড়া মুরগীর মতই (১৫-১৬% আমিষসহ ঝিনুকের গুঁড়া, চুনাপাথর, কাঠ কয়লা ও হাড়ের গুঁড়া হতে পারে)।

২১. কবুতরের বাচ্চাকে কি কি খাদ্য খাওয়ানো হয়?

• প্রথম ৫-৭ দিন দুধ খাওয়াতে হয়। খাদ্যথলিতে সৃষ্ট হরমোনের প্রভাবে কবুতরের দুধ (পিজিয়ন মিল্ক) সে তার বাচ্চাকে খাইয়ে দেয় ।

২২. কতদিন বয়সে বাচ্চারা নিজেদের খাদ্য খেতে পারে?

• দশদিন বয়সে।

২৩. কবুতর তাদের বাচ্চাকে কত দিন খাবার খাওয়ায়?

• বাচ্চা নিজের খাদ্য নিজে সংগ্রহ না-করা পর্যন্ত কবুতর তাদের বাচ্চাকে খাবার খাওয়ায়।

২৪. কবুতরের পানি কিভাবে সরবরাহ হরা হয়?

• কবুতরের কাছাকাছি গামলায় পানি রাখতে হয় যাতে তৃষ্ঞায় নিজেরাই পানি পান করতে পারে।

২৫. কবুতরের কি কি রোগ হয়?

• হাঁস-মুরগীর প্রায় সব রোগই কবুতরের হতে পারে।

Wednesday, July 15, 2020

নতুন কবুতর পালনকারী যে ভুলগুলো করবেন না !!

নতুন কবুতর পালনকারী যে ভুলগুলো করবেন না !!


নতুন কবুতর পালনকারী যে ভুলগুলো করবেন না !!

Pigeon-Breeder-Mistakes


আপনি কি কবুতর পোষার চিন্তাভাবনা করছেন ? আপনার কি বাণিজ্যিকভাবে কবুতর পোষার পরিকল্পনা আছে ? আপনি কি সখের বশে কবুতর পোষাতে চান? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই পোস্ট টি আপনার জন্য। পোস্ট টি ভালোভাবে শেষ পর্যন্ত যত্ন সহকারে পড়ুন।
কবুতর পোষা মানুষের অতি প্রাচীন একটি সখ। সখ থেকে আস্তে আস্তে কবুতর পোষা বাণিজ্যিক রুপ ধারন করে। বাংলাদেশে ঢাকাই আনুমানিক ৪-৭ হাজার কবুতর পালনকারী আছে । সম্পূর্ণ দেশে কবুতর পালনকারীর সংখ্যা আনুমানিক ২৫-৩০ হাজার। কবুতর বেচা কেনার জন্য ঢাকার মধ্যেই গড়ে উডেছে কবুতরের হাঁট। বাংলাদেশের ঢাকার প্রধান কবুতরের হাট গুলো হল মিরপুর-১, গুলিস্তান, টঙ্গি ও জিঞ্জিরা, হাসনাবাদ।
কবুতর পোষতে গিয়ে আমরা না না রকম সমস্যার মধ্যে পড়ি। যারা নুতন কবুতর পালেন তাদের ক্ষেতে সমস্যা আরও ব্যাপক। নুতন কবুতর পালনকারী নিজেদের অজ্ঞতা ও অদক্ষতার কারনে সফলভাবে কবুতর পোষতে পারেন না। অনেকেই কবুতর পালা বন্ধ করে দেন। নতুনদের মধ্যে ৪০-৫০% কবুতর পালার কয়েকমাসের মধ্যেই কবুতর পালা বন্ধ করে দেন। যে ভুলগুলো নতুন কবুতর পালনকারী বেশি করেন থাকেন সেগুলো নিচে তুলে ধরা হল।
দামি কবুতর দিয়ে কবুতর পোষা শুরু করা। নতুনদের অনেকই শুরুতেই অনেক দামি জাতের কবুতর দিয়ে কবুতর পোষা শুরু করেন। এটা অনেকটাই একটা বোকামির কাজ। আপনি কোন রকম প্রাথমিক ধারনা, প্রশিক্ষন ছাড়া দামি জাতের কবুতর দিয়ে খামার শুরু করা মানে আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন। কিছুদিন পর বিভিন্ন রকমের সমসায় পড়বেন যার জন্য আপনি এই প্রাথমিক মুহূর্তে প্রস্তুত নন।
অসুস্থ ও রোগাক্রান্ত কবুতর হাঁট বা বাজার থেকে কিনে আনা । নতুনরা যেহেতু কবুতরের জাত বা রোগ সম্পর্কে অজ্ঞ তাই অনেকই অসুস্থ ও রোগাক্রান্ত কবুতর হাঁট বা বাজার থেকে কিনে নিয়ে আসেন। কিছুদিনের মধ্যে কবুতর নিজে মারা যায় ও অন্য কবুতরকে করে আক্রান্ত।
কবুতরের বসবাসের অনুকূল বাসস্থান বা খাঁচা সম্পর্কে ধারনা না থাকা। কবুতর একটি শান্ত, সুন্দর ও শখীন একটি পাখির জাত। এদের বাসস্থান সম্পর্কে কোন রকম ধারনা না নিয়ে নতুনদের অনেকই নিজের মত করে খোপ বা খাঁচা তৈরি করেন যেটা নাকি একদম ঠিক নয়।
পানি ও খাবার ব্যবস্থাপনা সম্পর্কে অজ্ঞ থাকা। কবুতরকে নিয়মিত পানি ও খাবার দেয়া আবশ্যক। নতুনরা যেটা করেন প্রথমে কয়েকদিন অনেক যত্ন নিয়ে থাকেন পরে তেমন যত্ন নেন না যেমন নিয়মিত বিশুদ্ধ খাবার পানি না দেয়া, খাবার পানির পাত্র নিয়মিত পরিষ্কার না করা, যখন খুশি তখন খাবার দেয়া ইত্যাদি। অনেকই কবুতরকে সঠিক খাবার না দিয়ে অন্য খাবার দেন যেমন কবুতরকে ভাত বা চাল খাওয়ান, ভিছা, পচা খাবার কবুতরকে সরবরাহ করা।
কবুতরের রোগ ও তার মেডিসিন প্রয়োগে অজ্ঞতা। নতুনদের অনেকই কবুতরের রোগ ও তার মেডিসিন সম্পর্কে ভালোভাবে না জেনে কবুতরকে মেডিসিন প্রয়োগ করনে। অনেকই বাজার থেকে না বুঝে মেডিসিন কিনে এনে তা কবুতরকে প্রয়োগ করনে। যেমন আপনার কবুতরের আসলে হয়েছে ডাইরিয়া কিন্তু আপনি কবুতরকে দিছেন কৃমির মেডিসিন। অস্থুথ কবুতরকে অন্যদের থেকে আলাদা না করা। অনেকই অনলাইনের অনির্ভরযোগ্য বিভিন্ন উৎস থেকে কবুতরের রোগ ও মেডিসিন সম্পর্কে ধারনা নিচ্ছেন।
অজ্ঞতার কারনে কবুতর হারিয়ে যাওয়া বা কবুতর উড়ে যাওয়া। যারা নতুন কবুতর পালেন তাদের অনেকই জানেন না কবুতরের Homing Instinct সম্পর্কে। একটি কবুতর তার বাস্থথান কে সহজে ভুলে না। আপনি যদি নতুন কবুতরকে কিছুদিন খাঁচায় আটকিয়ে না রাখেন তাহলে কবুতরটি সুযোগ পেলেই তার অতীত বাস্থথান এ ফিরে যাবে। নতুনদের মাঝে কবুতর হারিয়ে যাওয়ার ঘটনা অনেক বেশি লক্ষ্য করা যায়।
সঠিক কবুতরের পেয়ার বা জোড়া না মিলানো । নতুনদের অনেকেই কবুতরের পেয়ার সম্পর্কে না জানার কারনে সঠিক পেয়ার করতে পারেন না। যেমন নর বা মাদি আকারের মধ্যে পাথক্য। দুর্বল কবুতরের সাথে পেয়ার করানো।
নর বা মাদি কবুতর সঠিক ভাবে চিনতে না পারা। নতুনদের অনেকই কবুতর নর না মাদি সঠিক ভাবে বুঝতে না পারার কারনে প্রতারনার শিকার হচ্ছেন। বাজার বা হাঁট থেকে আপনাকে বলা হল নর ও মাদি জোড়া মেলানো কিন্তু বাসায় এনে কয়েকমাস রাখার পরও ডিম দেবার কোন নাম নেই। পরে আবিস্কার করলেন যে দুটোই নর বা মাদি । পড়ুন কিভাবে বুঝবেন একটি কবুতর মাদি না নর কবুতর ?
কবুতর প্রাপ্তবয়স্ক বা Adult বুঝতে না পারা । কবুতর প্রাপ্তবয়স্ক বা Adult বুঝতে না পারার কারনে নতুনদের অনেকই প্রতারনার শিকার হচ্ছেন। জোড়া দিচ্ছেন ভুল কবুতরের সাথে। নষ্ট হচ্ছে আপনার টাকা ।
কবুতরের ডিম সম্পর্কে অজ্ঞতা। কবুতরের ডিম সম্পর্কে অজ্ঞ থাকার কারনে অনেকই খারাপ ডিম ভেবে ভাল ডিম ফেলে দিচ্ছেন। আবার ভাল ডিম ভেবে নষ্ট ডিমের উপর কবুতরকে তা দেওয়াচ্ছেন। ১৮ দিন হবার আগেই অজ্ঞতা বসত ডিম hatch করানোর চেষ্টা করছেন ইত্যাদি। পড়ুন কবুতরের ডিম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং তথ্য ।
নতুন কবুতর খামারি বা পালনকারী উপরের সব গুলো ভুল এড়িয়ে চলুন ও সবসময় অভিজ্ঞদের পরামর্শ নিন।

★আরও কবুতর নিয়ে বিস্তারিত জানতে নিচের পেইজে লাইক দিন★

Join Our Group :-

কবুতর আগে চিনুন - জানুন, পরে কিনুন - Pigeon News - Home - 24


Sunday, June 28, 2020

Saturday, June 13, 2020

কবুতরের পক্স বা বসন্ত রোগ ও তার চিকিৎসা-

কবুতরের পক্স বা বসন্ত রোগ ও তার চিকিৎসা-


কবুতরের পক্স বা বসন্ত রোগ ও তার চিকিৎসা-

কবুতরের পক্স বা বসন্ত রোগ ও তার চিকিৎসা। এই পর্ব-২ পোস্ট এ আজ আপনাদের জন্য কবুতরের পক্স বা বসন্ত রোগ ও তার চিকিৎসা সম্পর্কে ২য় পর্যায়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি এতে যারা সখ বা বাণিজ্যিক ভাবে কবুতর পালন করেন তাদের উপকারে আসবে, প্রথম পর্বে চিকিৎসায় যাদের কবুতর ভাল হয় নাই, তাদের জন্য পর্ব-২ ।

কবুতরের পক্স বা বসন্ত রোগের চিকিৎসা পর্ব-২ ?

যে সকল কবুতরের এই রোগ হবে সেসব কবুতরকে আলাদা করে রাখতে হবে। এখন আমরা (( ফ্রা সি ১২)) ২০ গ্রাম পাউডার মূল্য-২০ টাকা এই ঔষধটা নিয়ে আলোচনা করবো, প্রথমে একটা কবুতর এর জন্য ২ চিমটি ঔষধ ৫ মিলি পানিতে মিসাবেন ,এবং এভাবে মিসিয়ে দিনে ২ বেলা খাওয়াবেন, আর সব সময় পানির পাএে ইলেক্ট্রমিন স্যলাইন দিয়ে লাখবেন, এবার পা বা মুখে যে স্থানে পক্স হয়েছে সেই স্থানে পটাস ৩ চিমটি বায়লো ২% ৫মিলি একটা চোট কোন পাএে রেখে মিক্স করে একটা কটন ভার দিয়ে সেই স্থানে দিনে ৩ বার লাগান, এবাবে ৭ দিন ব্যবহার করবেন, ইনসাআল্লাহ আপনার কবুতর সুস্হ হয়ে যাবে, আর বায়লো ২% যে মেডিসিনটা ওটা মানুষের ঔষধ দোকানে পাবেন, দাম ১৫/২০ টাকার মত নেবে লিকুয়েড জাতিয় ঔষধ, সবাইকে ধন্যবাদ

Thursday, June 11, 2020

কবুতরের সবুজ পাতলা পায়খানা

কবুতরের সবুজ পাতলা পায়খানা


সহজ কেনা কাটা



কবুতরের সবুজ পাতলা পায়খানা ও বমির চিকিৎসা এবং সমস্যার সমাধান

* চিকিৎসা ১:

- Cosumex plus পাউডার ২ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে রোজ ১ বার ৩ দিন খাওয়াতে হবে।

* চিকিৎসা ২:
EROKOT: ১ গ্রাম।
ফ্লাজিল: 2.5 ml.
১ লিটার এর চার ভাগের এক ভাগ পানির সাথে গুলিয়ে দৈনিক সকাল ও রাতে খাওয়াব ২০ml করে। দু তিন বার দৈনিক রাইস স্যালাইন খাওয়াবেন। এছাড়া বাকি ভালো কবুতর গুলোকে উপরুক্ত ঔষধ ১ লিটার পানির সাথে গুলিয়ে একটানা ৩ দিন খাওয়াবেন রাতের বেলায় ১০ ml করে প্রিভেন্টিক ডোজ হিসেবে। এই ক্ষেত্রে রাইস স্যালাইন এর দরকার নাই।

 
যেভাবে কবুতর পালন করবেন

যেভাবে কবুতর পালন করবেন

যেভাবে কবুতর পালন করবেন



  

কবুতরের খাবার

অনেকে শখ করে কবুতর পালন করে, অনেকে বিক্রি করেন অল্প পুজিতে লাভজনক ব্যবসা করার জন্য। কম টাকায় ব্যবসা করার মাধ্যম হিসেবে কবুতর পালন এক সম্ভাবনাময় খাতে পরিণত হচ্ছে। অনেকেই কবুতর পালনের নিয়ম কানুন জানতে চান। নিচে কবুতর পালনের বিস্তারিত তুলে ধরা হলো কবুতর সাধারণত জোড়ায় জোড়ায় বাসা বাঁধে। প্রতি জোড়ায় একটি পুরুষ কবুতর এবং একটি স্ত্রী কবুতর থাকে। এরা গড়ে ১২ থেকে ১৫ বছর পর্যন্ত বাঁচে। যত দিন বাঁচে, ততো দিন কবুতর ডিমের মাধ্যমে বাচ্চা দেয়। ডিম পাড়ার পর স্ত্রী ও পরুষ উভয় কবুতরই পালা করে ডিমে তা দেয়। কবুতরের জোড় যদি কখনো ভেঙ্গে যায়, আবার জোড়া মিলাতে কিছুটা বেগ পেতে হয়। নতুন জোড়া মিলানোর জন্য স্ত্রী ও পরুষ কবুতরকে কিছুদিন একঘরে রাখতে হয়। কুমিল্লার কবুতর ব্যবসায়ী মহিদুল ইসলাম রিন্তু জানান, পর্যাপ্ত সূর্যের আলো এবং বাতাস চলাচল আছে এরকম উঁচু জায়গায় কবুতরের খোপ করতে হবে। মাটি থেকে ঘরের উচ্চতা ২০ থেকে ২৪ ফুট এবং কবুতরের খোপের উচ্চতা ৮ থেকে ১০ ফুট হওয়া ভালো। একটি খামারে কবুতর পালন করার জন্য ৩০ থেকে ৪০ জোড়া কবুতর আদর্শ। কবুতরের খোপ দুই বা তিন তলাবিশিষ্ট করা যায়। কাঠ, টিন, বাঁশ, খড় ইত্যাদি দিয়ে সহজে ঘর তৈরি করা যায়। কবুতরের খোপের বাইরে বা খামারের ভিতর নরম, শুষ্ক খড়কুটা রেখে দিলে তারা ঠোঁটে করে নিয়ে নিজেরাই বাসা তৈরি করে নেয়। ডিম পাড়ার সময় খোপে খড়, শুকনো ঘাস, কচি ঘাসের ডগা জাতীয় উপাদান দরকার হয়। Related Post: কিভাবে মেডিটেশন উপকার করে খাবার দাবার গম, মটর, খেসারি ভুট্টা, সরিষা, যব,চাল, ধান, কলাই ইত্যাদি শস্যদানা কবুতর খেয়ে থাকে। প্রতিটি কবুতর দৈনিক প্রায় ৩০-৫০ গ্রাম খাবার খায়। কবুতরের জাত ভেদে কবুতরের খাবারও ভিন্ন ভিন্ন। গোলা প্রজাতির কবুতর সাধারণত সব ধরনের শস্যদানা খায়। আর গিরিবাজ কবুতর খায় ধান, গম, সরিষা, তিসি, ভুট্টা, কুসুম, ফুলের বিচি ইত্যাদি। ফেন্সি কবুতরের খাবার ডাবলি বুট, গম, সূর্যমূখীর বিচি, কুসুম ফুলের বিচি ইত্যাদি। বাদাম, ডাবলি বুট, ছোলা বুট, ফুলের বিচি, তিসি, বাজরা, চিনা, মুগডাল, মাষকলাই, মসুর, হেলেন ডাল ইত্যাদি হোমাররে খাবার। কবুতরের প্রজনন কবুতর সাধারণত ছয় মাস বয়সে ডিম দেয়। ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে ১৭ থেকে ১৮ দিন এবং বাচ্চার এক মাস বয়সেই মা কবুতর আবার ডিম দেয়। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর থেকে বাচ্চাকে খাবার খাওয়ানো থেকে শুরু করে সব ধরনের যত্ন মা কবুতর করে। ১৫ দিন থেকে এক মাস বয়সী বাচ্চা বাজারে বিক্রি করা যায়। রেসের কবুতরকে বাচ্চা বয়স থেকেই আলাদাভাবে যত্ন নিতে হয়। কবুতরটির বয়স দুই থেকে তিন মাস হলেই পরিবার থেকে আলাদা করে ভিন্ন খাঁচায় রাখা হয়। চার মাস বয়স হলে আবারো কবুতরের খাচা পরিবর্তন করতে হয়। এবার কবুতরের খাচা থাকে ঘরের বাইরে। ছয় মাস বয়সে বাসস্থানের আশে পাশে সর্বোচ্চ ১০০ কিলোমিটার পর্যন্ত ওড়ার প্রশিক্ষন দেওয়া হয়। এভাবে রেসার কবুতর উড়তে শিখে। ধীরে ধীরে ওড়ার বেগ ও দূরত্ব বাড়তে। আমাদের দেশে গোলা, গিরিবাজ, হোমার এবং ফেন্সি প্রজাতির কবুতর বেশি পালা হয়। গোলা প্রজাতির কবুতর বেশি পালা হয়। গোলা প্রজাতির কবুতর বাচ্চা উৎপাদন ও বিক্রির জন্য পালন করা হয়। গিরিবাজ প্রজাতির মধ্যে সবুজ গোলা, গরবা, মুসলদম, কালদম, বাগা, চুইনা, লাল চিলা, খয়েরি চিলা ইত্যাদি উল্যেখযোগ্য। গিরিবাজ ও হোমার প্রতিযোগিতার জন্য বিখ্যাত। ফেন্সি বা শৈখিন প্রজাতির কবুতরের মধ্যে রয়েছে লক্ষ্যা, প্রিন্স, বল, সুয়া চন্দন, সুইট, কিং সিরাজি, নোটন পায়রা ইত্যাদি। প্রতি জোড়া দেশি গোলা ২০০ থেকে ৬০০, বোম্বাই গোলা ৫০০ থেকে ১০০০, মুসলদম ৮০০ থেকে ১০০০, কালদম ১০০০ থেকে ১৬০০, বাগা ৮০০ থেকে ১০০০, লক্ষ্যা ২০০০ থেকে ২৫০০, প্রিন্স ১৫০০ থেকে ৩০০০, হোমার প্রজাতির কবুতর ৫০০০ থেকে ৩০০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। কোথায় পাবেন প্রতি শুক্রবার গুলিস্তানের কাপ্তান বাজারে কবুতর, কবুতরের খাঁচা বা কবুতরের খোপ এবং কবুতরের খাবারের বিশাল হাট বসে। এখানে দেশি বিদেশি প্রায় সব ধরনের কবুতর পাওয়া যায়। এছাড়া জিঞ্জিরায় শুক্রবার, পাগলায় শনিবার হাঁট বসে। কাপ্তান বাজারে এবং কাঁটাবনে কিছু স্থায়ী দোকান আছে, যেখানে সারা সপ্তাহ কবুতর ও খাবার পাওয়া যায়। কবুতরের চিকিৎসা
 
 ঢাকা কেন্দ্রীয় পশু হাস্পাতালের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহীদ আতাহার হোসেন জানান, কবুতরের একটি অতিপরিচিত রোগ রানিক্ষেত। এ রোগ প্রতিরোধে কবুতরকে তিন দিন বয়সে, ২১ দিন বয়সে এবং এরপর প্রতি দু মাস অন্তর প্রতিষেধক টিকা দিতে হয়। বসন্ত রোগের জন্য ডিম পারার আগে মা কবুতরকে এবং বাচ্চাকে ২১ দিন বয়সে টিকা দিতে হয়। কলেরার জন্য জন্মের দুই মাস বয়সে টিকা দিতে হয়। কবুতরের ঠান্ডা জ্বর হতে পারে। এ ক্ষেত্রে রেনামাইসিনের সঙ্গে মাল্টিভিটামিন ট্যাবলেট খাওয়ানো হয়। রোগ হলে নিকটস্থ পশু হাস্পাতালে যোগাযোগ করতে পারেন। গুলিস্তানের ফুলবাড়িয়ায় ঢাকা কেন্দ্রীয় পশু হাসপাতালে পাবেন কবুতর চিকিৎসা বা কবুতরের যাবতীয় চিকিৎসাসেবা। লাভের হিসাব জোড়া ২০০ টাকা হিসাবে ৩০ জোড়া দেশি কবুতরের দাম পড়বে ৬০০০ টাকা। ঘর বাবদ খরচ হবে ২০০০ টাকা। খাবার ও অন্যান্য খরচ হবে মাসে গড়ে ১০০০ টাকা। প্রতি মাসে গড়ে বাচ্চা পাওয়া যাবে ২৫ জোড়া, দুই মাস পরে প্রতি জোড়া কবুতর ২০০ টাকা দরে বিক্রি করা যাবে। ২৫ জোড়া কবুতর বিক্রি করে পাওয়া যাবে ৫০০০ টাকা। মাসিক খরচ বাদে প্রতি ৩০ জোরায় লাভ থাকবে ৪০০০ টাকা। বেশি পালন করলে লাভ বাড়বে। বিদেশি রেসার ও শৌখিন কবুতর পালন করা গেলে লাভের পরিমাণ বাড়বে কয়েকগুন।

Wednesday, June 10, 2020

করোনা ভয় নয় - সচেতনতায় হবে জয়

করোনা ভয় নয় - সচেতনতায় হবে জয়


বাংলাদেশ প্রাকৃতিকদুর্যোগ মোকাবেলায়বেশ অভিজ্ঞ হলেওকরোনার মতো বৈশ্বিকমহামারী মোকাবেলারঅভিজ্ঞতা তেমন নেই।কারণ নিকট অতীতেবাংলাদেশ  ধরনেরভয়াবহ মহামারীরমুখোমুখি হয়নি। মার্স,সার্স  ইবোলার মতোমহামারীর আঁচবাংলাদেশে তেমন লাগেনি। তাই বাংলাদেশ করোনার মতো মানুষবাহিতমহামারীর মুখোমুখি গুটি বসন্ত  কলেরার পর আর হয়নি। ফলে   ধরনেরমহামারী মোকাবেলায় ভুল হওয়াটাই স্বাভাবিক। শুধু বাংলাদেশ নয়,যুক্তরাষ্ট্রসহ আরো কিছু দেশও করোনা মোকাবেলায় শুরু থেকেই ভুল পথেহেঁটেছে বলে ধারণা করা হয়।  ধরনের বৈশ্বিক মহামারী মোকাবেলায়সুনির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি না থাকায় বিশ্ব ট্রায়াল অ্যান্ড এরর মেথডেরপথে হাঁটছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। 
বিশেষজ্ঞদের মতেশুরু থেকে  মহামারী মোকাবেলায় আমরা কতগুলোভুল করে ফেলেছি। যেমন বিদেশফেরতবিশেষ করে ইতালিফেরতপ্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের বদলে হোম কোয়ারেন্টিনে পাঠানো,করোনা শনাক্তের পরীক্ষার সুবিধা প্রথম দিকে বিকেন্দ্রীকরণ না করে শুধুআইইডিসিআরের মধ্যে সীমাবদ্ধ রেখে সব সম্ভাব্য কভিড-১৯ রোগীকেঢাকায় আসতে বাধ্য করাগণপরিবহন বন্ধের আগে সরকারি ছুটি ঘোষণাকরালকডাউন চলাকালে কোনো বিশেষ পরিবহন ব্যবস্থা ছাড়া পোশাকশ্রমিকদের কর্মক্ষেত্রে আনা এবং ফেরত পাঠানোনারায়ণগঞ্জের মতোচিহ্নিত হটস্পটেও কার্যকরীভাবে লকডাউন করতে না পারা এবং সর্বশেষঅর্থনীতি অবরুদ্ধ থাকা সত্ত্বেও দোকানপাট  শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত।
উল্লেখ্যহোম কোয়ারেন্টিন পশ্চিমা বিশ্বের কম ঘনবসতিপূর্ণ এবংবসবাসের জন্য মাথাপিছু বেশি স্পেস   বেশি  কক্ষবিশিষ্ট দেশে মেনে চলাসম্ভব হলেও আমাদের মতো মাথাপিছু কম স্পেস  কম  কক্ষবিশিষ্ট দেশেতা যে মেনে চলা সম্ভব নয়এটি একেবারেই ভাবা হয়নি। আর দেশে ফেরতআসা প্রবাসীদের জন্য তা যে কোনোভাবেই সম্ভব নয়তাও ভাবা হয়নি।দীর্ঘদিন পর কোনো প্রবাসী দেশে ফিরলে পরিবার-পরিজনের ঘনিষ্ঠসংস্পর্শে আসা আমাদের সংস্কৃতিরই অংশ। দীর্ঘদিনের রীতিনীতি  সংস্কৃতিকিন্তু রাতারাতি পরিবর্তন করা যায় না। তাই দেশে আসা প্রবাসীদের জন্যহোম কোয়ারেন্টিন মেনে চলা যে সম্ভব নয়তা না ভাবা সম্পূর্ণ অযৌক্তিক।এক্ষেত্রে বাংলাদেশের আর্থসামাজিক  সাংস্কৃতিক প্রেক্ষাপটে কোয়ারেন্টিনপদ্ধতির  প্রায়োগিক দিক বিবেচনা না করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণাকরা যায়। 
 সবগুলোই আমাদের  ধরনের মহামারী মোকাবেলার অভিজ্ঞতা নাথাকারই ফল। এখন আর ভুলের পুনরাবৃত্তি করার সুযোগ নেই। আবারো ভুলকরলে খেসারতের অংকটা কিন্তু অনেক বড় হবে।
গত  মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর দুই মাসের বেশিঅতিবাহিত হয়েছে। ওই সময়ে টেস্টের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে রোগীশনাক্তের সংখ্যাও আনুপাতিক হারে বেড়েছে। তবে যাদের টেস্ট করা দরকার,তাদের সবাইকে টেস্ট করা সম্ভব হচ্ছে না। আর তাদের সংখ্যাও আমাদেরজানা নেই। ফলে প্রকৃত রোগীর সংখ্যা কততা আমরা জানি না। তাইআগামী দিনগুলোয় করোনার ভয়াবহতা কী রূপ হবে তার প্রকৃত চিত্র পাওয়াসম্ভব নয়। কেননা করোনা রোগী কত হতে পারে তা নিয়ে যে প্রজেকশন করাহয়েছেএটি শুধু শনাক্ত রোগীর সংখ্যার ভিত্তিতে করা।
যে-সংখ্যক মানুষ বর্তমানে টেস্টের আওতায় এসেছে আর যাদের টেস্টকরার প্রয়োজন আছে কিন্তু টেস্ট করা সম্ভব হয়নি বা টেস্ট করতে আসেনি,তা বিবেচনা করলে প্রকৃত রোগীর সংখ্যা প্রজেক্টেড সংখ্যার তুলনায় অনেকবেশি হতে পারে। তাই  পরিস্থিতি মোকাবেলায় একদিকে যেমন বেশিপরিমাণ টেস্ট করার সম্ভাব্য সব সুযোগ কাজে লাগাতে হবেঅন্যদিকে স্বাস্থ্যখাতকে অনিশ্চিত পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রাখতে হবে।
বর্তমানে বাংলাদেশে অপরচুনিস্টিক পদ্ধতিতে অর্থাৎ যারা প্রয়োজন মনেকরছে এবং সুযোগ পাচ্ছেশুধু তাদের টেস্ট করা হচ্ছে। কমিউনিটি পর্যায়থেকে নমুনা সংগ্রহ করে ব্যাপকভাবে টেস্ট করা ছাড়া করোনা সংক্রমণেরপ্রকৃত অবস্থা জানা সম্ভব না। এজন্য উপজেলা পর্যায়ে এবং প্রয়োজনে  ইউনিয়ন বা মহল্লা পর্যায়ে নমুনা সংগ্রহের বুথ চালু করা যেতে পারে।উপজেলা পর্যায়ে কর্মরত সরকারি  বেসরকারি স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণএবং যথোপযুক্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি প্রদানের মাধ্যমে তাদের নমুনাসংগ্রহের কাজে নিয়োজিত করা যেতে পারে। এসব নমুনা পরীক্ষার জন্য সবজেলায় টেস্টের ব্যবস্থা করতে হবে।
সাধারণত কোনো দুর্যোগ বা মহামারীর ভয়াবহতা কী রকম হতে পারেতারপ্রকৃত অনুমান যে করা সম্ভব নয়তা আমরা বুলবুলসহ কয়েকটা ঘূর্ণিঝড়থেকে দেখেছি। করোনার ক্ষেত্রেও এটা সত্য। তাই মহামারী বা দুর্যোগমোকাবেলায় দরকার হোক বা না হোকপ্রস্তুতিটা কঠোর হওয়া প্রয়োজন।
প্রজেকশন অনুযায়ী মে মাসের শেষে কভিড-১৯ রোগীর সংখ্যা যদি ৫০হাজারে দাঁড়ায় তাহলে বর্তমান সুস্থতার হার বিদ্যমান থাকলে একসঙ্গে প্রায়৪০ হাজার রোগীর চিকিৎসার দরকার হবে। কিন্তু রোগীর সংখ্যা এক লাখেদাঁড়ালে একসঙ্গে প্রায় ৮০ হাজার মানুষের চিকিৎসার দরকার হবে। আর যদিরোগীর সংখ্যা দুই লাখে দাঁড়ায় তাহলে একসঙ্গে প্রায়  লাখ ৬০ হাজারজনের চিকিৎসার দরকার হবে। বিশেষজ্ঞদের মতেপ্রায় ৮০ শতাংশ করোনারোগীর হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না। বাড়িতে বা অন্য কোথাওআইসোলেশন থেকে চিকিৎসা নিলেই সুস্থ হয়ে ওঠে। বাকি ২০ শতাংশরোগীর হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়। সে হিসাবে মে মাস শেষেপ্রায় আট হাজার বা ১৬ হাজার বা ৩২ হাজার বা তার বেশি করোনা রোগীরএকসঙ্গে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে। আবার যারাহাসপাতালে ভর্তি হবেতাদের প্রায় -১০ শতাংশের ভেন্টিলেশন বাআইসিইউ সেবার প্রয়োজন হবে।  হিসাবে ন্যূনতম ৪০০ বা ৮০০ বা হাজার ৬০০ রোগীর একসঙ্গে  ভেন্টিলেশন বা আইসিইউ সেবার প্রয়োজনহতে পারে। তাই প্রয়োজন হোক আর না হোক-সংখ্যক করোনা রোগীব্যবস্থাপনার জন্য স্বাস্থ্য খাতকে প্রস্তুত থাকতে হবে। 
বিশেষজ্ঞদের মতেঢাকানারায়ণগঞ্জকিশোরগঞ্জের মতোউচ্চসংক্রমণশীল এলাকায় কমিউনিটি সংক্রমণ শুরু হয়েছে। জনগণএকদিকে যেমন লকডাউন মানছে নাঅন্যদিকে দোকানপাট  শপিংমলখুলে দেয়ায় কমিউনিটি সংক্রমণ আরো অনেক এলাকায় ছড়িয়ে পড়তেপারে। উল্লেখ্যপ্রায় দেড় মাস ধরে অর্থনীতি টানা অবরুদ্ধ থাকার ফলেএকদিকে যেমন অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বাড়ছে (ঢাকা বিশ্ববিদ্যালয়েরস্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের হিসাবমতে দৈনিক অনুমিত ক্ষতির পরিমাণপ্রায়  হাজার ৩০০ কোটি টাকা), অন্যদিকে কার্যকরীভাবে লকডাউন নামেনে চলার প্রবণতাও বেড়েছে। আমরা যদি শুরু থেকে অধিক হারে টেস্টকরে দ্রুত হটস্পটগুলো চিহ্নিত করতে পারতাম এবং হটস্পটভিত্তিক ছোটছোট এলাকায় কার্যকরীভাবে লকডাউন করে অন্যত্র অর্থনীতি অবমুক্ত করেদিতে পারতাম তাহলে সংক্রমণ  অর্থনৈতিক ক্ষতি উভয়ই কমিয়ে আনাসম্ভব হতো। কিন্তু আমরা সেই সুযোগ গ্রহণ করতে পারিনি। তাই বর্তমানঅবস্থায় স্বাস্থ্যসেবার পরিসর বাড়ানো ছাড়া আমাদের সামনে আর তেমনকোনো পথ খোলা নেই।
আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থায় কমিউনিটি ক্লিনিক থেকে মেডিকেলবিশ্ববিদ্যালয় পর্যন্ত সরকারি খাতের একটা শক্তিশালী নেটওয়ার্ক থাকলেওআইসিইউসহ শয্যা সংখ্যার ভিত্তিতে বেসরকারি খাতের আকার অনেক বড়।উল্লেখ্যদেশে হাসপাতালের মোট শয্যা সংখ্যা প্রায়  লাখ ৩০ হাজারযারমধ্যে মাত্র ৩৬ শতাংশ সরকারি হাসপাতালে এবং বাকি ৬৪ শতাংশবেসরকারি হাসপাতালে। দেশের আইসিইউ বেডের বেশির ভাগ অংশওবেসরকারি খাতে। প্রতি বছর মাত্র ১৫ শতাংশ রোগী সরকারি হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসাসেবা গ্রহণ করে। বাকি ৮৫ শতাংশের ২৫ শতাংশপ্রাতিষ্ঠানিক বেসরকারি খাত থেকে এবং ৬০ শতাংশ অপ্রাতিষ্ঠানিকবেসরকারি খাত থেকে চিকিৎসাসেবা গ্রহণ করে। তাই বলা চলে বাংলাদেশেরস্বাস্থ্য ব্যবস্থা অনেকাংশেই বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। কিন্তুকরোনার মতো ভয়াবহ মহামারী মোকাবেলায় বেসরকারি খাতের সক্রিয়অংশগ্রহণ এখন পর্যন্ত চোখে পড়ার মতো নয়।
করোনা মোকাবেলায় বাড়তি প্রস্তুতি হিসেবে সরকার ভেন্টিলেশন সুবিধাসম্মিলিত বসুন্ধরা কনভেনশন সেন্টারসহ দুটো হাসপাতাল প্রস্তুত করেছে।সরকার এরইি মধ্যে দুই হাজার ডাক্তার এবং পাঁচ হাজার নার্স নিয়োগেরপ্রক্রিয়াও শেষ করেছে। যেহেতু চিকিৎসক এবং অন্য স্বাস্থ্যকর্মীদের ১৪ দিনপরপর কোয়ারেন্টিনে যেতে হচ্ছে এবং এখন পর্যন্ত চিকিৎসক এবং অন্যান্যস্বাস্থ্যকর্মীদের মধ্যে প্রায় এক হাজার জন কভিড-১৯- আক্রান্ত হয়েছেন,তাই এই বাড়তি জনবল নিয়োগ খুব সময়োচিত পদক্ষেপ। কিন্তু ভেন্টিলেশন আইসিইউসহ কভিড-১৯ চিকিৎসায় যে ধরনের দক্ষতা দরকারতা তাদেরহয়তো নেই। আবার  ট্রেনিংয়ের মাধ্যমে স্বল্প সময়ে  দক্ষতা অর্জন করাওসম্ভব নয়। অন্যদিকে বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন  আইসিইউ সেবাপ্রদানের জন্য যথেষ্ট দক্ষ জনশক্তি থাকার কথা।
তাই কভিড-১৯ রোগীর চিকিৎসা পরিসর দ্রুত বাড়ানোর জন্য প্রতিএলাকায় জুতসই কিছু বেসরকারি হাসপাতালকে আপাতত তিন-চার মাসেরজন্য সরকারি ব্যবস্থাপনায় আনা যেতে পারে। এরই মধ্যে নতুন তিনটিসহছয়টি বেসরকারি হাসপাতালকে  প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে। আরোহাসপাতালকে যুক্ত করে এসব হাসপাতালের পরিচালনার দায়িত্ব আর্মিমেডিকেল কোরের ওপর ছেড়ে দেয়া যেতে পারে।
তাছাড়া করোনার কার্যকরী ভ্যাকসিন বা প্রতিষেধক উদ্ভাবন না হওয়াপর্যন্ত এবং বাংলাদেশে এর ব্যাপক ব্যবহার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাস্তাঘাট,বাজারকর্মক্ষেত্র  শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব পাবলিক প্লেসে সবাইকেবাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারসহ করোনাসংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলারওপর জোর দিতে হবে।
এসব ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করতে পারলে জুনের শুরুতে ঢাকা মহানগরী,নারায়ণগঞ্জকিশোরগঞ্জগাজীপুরনরসিংদীর মতো অতিসংক্রমিত এলাকাএবং হটস্পটভিত্তিক ছোট ছোট এলাকায় লকডাউন কর্যকরীভাবে বাস্তবায়নকরে অন্যত্র অর্থনীতি উন্মুক্ত করে দেয়া যেতে পারে।



সৈয়দ আব্দুল হামিদঅধ্যাপক