Showing posts with label কবুতর তথ্য. Show all posts
Showing posts with label কবুতর তথ্য. Show all posts

Tuesday, June 9, 2020

কবুতরের বাচ্চার এডিনো ভাইরাস প্রতিরোধে করণীয়

কবুতরের বাচ্চার এডিনো ভাইরাস প্রতিরোধে করণীয়









কবুতরের বাচ্চার এডিনো ভাইরাস প্রতিরোধে করণীয়



কবুতরের বাচ্চার এডিনো ভাইরাস প্রতিরোধে করণীয়ঃ


এডিনো ভাইরাস দ্বারা আক্রান্তের লক্ষণঃ

  • খুব ঘন ঘন বমি করতে দেখা যায়।
  • ডায়রিয়া হয়ে থাকে।
  • পায়রার শারীরিক আবস্থা খারাপ হয়।
  • প্রথম সপ্তাহে এর লক্ষন প্রকাশ হয় খামারে।
  • মৃত্যু হার বেশি না।
  • অনেক ক্ষেত্রে একই সমস্যা যা e-coli সংক্রমণ প্রদর্শিত হবে।
  • বাচ্চার বৃদ্ধি দেরি হয়।
  • হঠাৎ Nestlings মৃত্যু।
  • খুব কম বা শূন্য দৈহিক কর্মক্ষমতা।
  • হরিদ্রাভ, সবুজাভ বা হলুদ পায়খানা করে।
  • শরীর শুকিয়ে যাওয়ার প্রবনতা দেখা যায়।
এডিনো ভাইরাস প্রতিরোধে করণীয়ঃ

১। কবুতরের স্ট্রেস নিয়ন্ত্রণ করতে হবে এবং কবুতর ঠাসাঠাসি করে রাখা যাবে না।

Vsit -: কবুতরের নানা রোগ 
২। একটি ভাল মৌলিক স্বাস্থ্যবিধি মাধ্যমে কবুতরের রোগের সংক্রমণ এর প্রধান কারণ স্ট্রেস বা চাপ কম থাকে তা নিশ্চিত করতে হবে।
৩। ভাল মানের খাদ্য ও ভিটামিন প্রদান করতে হবে। 
৪। অন্ত্রের উদ্ভিদকুল বা পারাসাইট সর্বোত্তম অবস্থায় নির্মূল নিশ্চিত করতে হবে।
৫। নিয়মিত বিশুদ্ধ পানি খাওয়াতে হবে। 
৬। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রতিষেধক ওষুধ খাওয়াতে হবে।